প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৭:১১:১০ প্রিন্ট সংস্করণ
করোনার পরে- লেখকঃ শিহাব আহম্মেদ
লেখক ও সাংবাদিক শিহাব আহম্মেদ
আবার দেখা হবে মহামারী শেষে
করোনা যুদ্ধে জিতে ফিরে এসে।
আবার কথা হবে জীবাণু ঘুমালে
শিশির ভেজা এক সবুজ সকালে।
আবার দেখা হবে কান্নার ওপারে
করোনা মুক্ত কোনো সুখের শহরে।
আবার দেখা হবে ভোরের আলোতে
আতঙ্কমুক্ত কোনো অন্দর গলিতে।
আবার দেখা হবে বিজ্ঞান জিতলে,
করোনার কাছে মৃত্যু হেরে-গেলে।
আবার দেখা হবে আগের মতো করে
ভয়মুক্ত কোনো এক সুস্থ শহরে।