প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১১:৩১:০১ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ
করোনার মহামারীতে বন্ধ থাকার পর এবার বন্যার কবলে পরেছে গরুর হাট। নওগাঁ জেলার মান্দা উপজেলার আত্রাই নদীর ৫ জায়গায় বেড়ী বাঁধ ভেঙ্গে জোকাহাটে এবার বন্যার পানিতে তলিয়ে রয়েছে গরুর এই হাট। এতে বিপাকে পড়ছে ক্রেতা-বিক্রেতারা আর কয়েক লক্ষ টাকা দিয়ে ইজারা নিয়ে হাট নেওয়া লোকশানে পড়েছেন হাট কর্তপক্ষ।
গরু হাট ইজারাদার মোবারক হোসেন জানান, দীর্ঘ সময় করোনায় নিষেধাজ্ঞার পর বন্যার কবলে এখন ঈদুল আযহার কোরমানির পশুর হাট পরিচালনা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকা দুরবর্তী ক্রেতা-বিক্রেতারা এই পানির মধ্যে এই হাটে আসতে পারবেনা। সরকারের উর্ধতর কর্মকর্তার কাছে লোকসান ও দ্রুত বাঁধ সংস্কারের দাবিও জানান তিনি।
এলাকাবাসীরা বলেন, নিয়মনীতি না মেনে নদী থেকে বালু উত্তলনের কারনে এই বাঁধ ভেঙ্গে আমাদের ব্যাপক ক্ষতি হওয়ায় পরিবার নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করছি। এখন এই হাঁট অচল হয়ে গেছে। ব্যবসায়ীরা দুর থেকে আসতে পারবেনা, আমাদের পোষা গরু কোথায় বিক্রি করবো তা নিয়েও দুশ্চিন্তায় আছি।