প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৪৩:০৯ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-করছি যে পণ
লেখকঃ শিহাব আহম্মেদ
হে গাফুরুর রহিম গাফ্ফার
বান্দা আমি যে গোনাহগার।
গড়েছি কত পাপের পাহাড়,
আমার সারাটি জীবন ভর।
নফ্সের ইচ্ছায় মনের সুখে
ডুবেছি কতশত পাপের মুখে!
করছি তওবা রহমতের ডোরে,
পাপ থেকে রব বাঁচাও মোরে।
নিশ্চয়ই তুমি গো অতি দয়ালু
তওবা কবুল করো দয়া করে
অন্তরে প্রশান্তির সুখ এনে দাও!
গোনাহর সব পথে তালা লাগায়।
জাহান্নাম থেকে বাঁচাও সবাইকে
আল্লাহ গো রহমানির রহিম গুনে।
কে আছে বান্দার ফরিয়াদ শোনার
মালিকের হুকুমে জগতে সব চলে।
পণ করেছি এবার আমি মনেমনে
গোনাহের ঐ পথে আর যাবো না।
পাই যদি গো মাবুদ তোমার নজর,
আমার এই জীবন হোক তোমার।