কন্যাদায়গ্রস্থ পিতার পাশে উপহার নিয়ে হাজির নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তারণ্যের আইকন, আগামীর অভিভাবক ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ একজন পিতাই বোঝে ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে কতটা চিন্তায় থাকতে হয়।সেই চিন্তার ভাগ নিতে এবার কন্যাদায়গ্রস্থ পিতার পাশে হাজির হয়েছেন ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। ধাপেরহাট বউ বাজারের আসাদুল মেম্বার তার এলাকার এক কন্যার বিয়ের সহযোগিতার জন্য আসেন ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এঁর কাছে। তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই পরিবারটি অসহায় মেয়ের বাবা অনেক অসুস্থ মা সংসার চালায়।
তিনি সব সময় মানবিক কাজ করেন এরই ধারাবাহিকতায় আজ রবিবার রাতে বিয়েতে হাজির হন মানবতার ফেরিওয়ালা আবু জাহিদ নিউ। এ সময় তিনি মেয়ের মা এর হাতে কিছু অর্থ তুলে দেন। মেয়ের মা বলেন,খুবই চিন্তায় ছিলাম নিউ ভাই আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন,আমরা খুবই উপকৃত হলাম।
মেয়ের বাবাবলেন,মেয়ের বিয়ে নিয়ে হতাশায় ছিলাম,আমরা গরীব মানুষ আমি অসুস্থ কিভাবে এত জিনিসপত্র কিনবো, নিউ ভাই আমাদের জন্য যেটা করলেন তা আজীবন মনে থাকবে আমাদের।
এলাকাবাসী জানান,মেয়ের বাবা নিতান্তই অসহায় একজন মানুষ,নিউ ভাই ভাল একটা কাজ করলেন। এ সময় সবাই দোয়া করেন ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর জন্য। ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউজে বলেন,এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2023 alokito71sangbad. All rights reserved.