• Uncategorized

  কত দূরে-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৯:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ-কত দূরে
  লেখকঃ শিহাব আহম্মেদ

  জ্যাম রাস্তার সরু পথ ছেড়ে
  বহুদূর চলে এসেছি ;
  মিটারে মিটারে মাপিনি সে পথ
  হৃদয়ের ফিতেয় মেপেছি।

  মুঠোতে ভরা তোমার আঙ্গুল
  আজো তা ছাড়তে পারিনি ;
  ঘুম ভেঙে বুঝি সব ফ্রেম মিছে
  রংতুলি ছবি আঁকেনি।

  শরীরে -চাদরে ছিলে মাখামাখি
  আদরে আদরে সারা রাত ;
  প্রবাসী সময় কেড়ে নেয় প্রেম
  ম্লান হতে থাকে একা চাঁদ।।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ