প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:৪০:০৪ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-
ঐন্দ্রিলা ফিরে এসো তুমি….
লেখকঃ শিহাব আহম্মেদ
পশ্চিমের ঐন্দ্রিলা ফিরে এসো তুমি পূর্ণিমা রাতে হৃদয়ের হৃদপিন্ডে তোমার জন্য আসন গড়ে দেবো!
জ্যোৎস্না ভরা সবুজ গঙ্গায় তোমাকে স্নান করাবো
সুখপুর থেকে তোমাকে ভালোবাসার সুখ এনে দেবো।
সখী আবার ফিরে এসো তুমি বর্ষার বৃষ্টিঝড়া রাতে
ঝুমঝুম বৃষ্টিতে তোমাকে ঘুম পাড়ানির গান শোনাবো,
শোন-গো বছর ছয়েক পরে আবার ফিরে এসো তুমি
আমার সবুজ গ্রামের সবুজ ছোট্ট কুটির বাড়িতে!
স্বার্থপরের মতো তোমাকে কখনো ফিরিয়ে দেবোনা
উজানতলীর বাজার থেকে তোমায় শরবত খাওয়াব!
শান্তগ্রাম থেকে কচি কচি ডাব এনে তোমায় খাওয়াবো,
তোমার পছন্দের রঙিন ফুল দিয়ে তোমায় সাঁজাবো!
পশ্চিমের ঐন্দ্রিলা ফিরে এসো তুমি আলোকিত রাতে
আমি তোমাকে গান শোনাতে গাইয়ালকে খবর দেবো!
হিম-শীতল হাওয়া এনে তোমাকে পরশ বুলিয়ে দেবো,
মায়াপুড়ি থেকে তোমার জন্য শান্তির ঘুম কিনে দেবো।