প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৯:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ
মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
শনিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদিকে বরণ করার জন্য। বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ও কুমারখালীর নেতাকর্মীরা প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাজবাড়ী জেলার বিলজানি পৌঁছান তাদের প্রিয় নেতাকে বরণ করতে। বিলজানি থেকে শেখ সাদিকে নিয়ে নেতাকর্মীরা কুমারখালীতে পৌঁছে পান্টি ও বাগুলাট ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন। পরবর্তীতে শেখ সাদির গ্রামের বাড়ি নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে প্রায় ৬/৭ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত বাবুল , কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম সুমন ,
কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, সহ-সমন্বয়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মিথুন, কুমারখালী থানা বিএনপির আহবায়ক লুৎফর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, কুমারখালী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ , কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাইদুর ইসলাম., কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন, বাগুলাট বিএনপির আহবায়ক ইব্রাহিম শামিম , কয়া বিএনপির আহবায়ক আতিয়ার রহমান , জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সদস্য সচিব রাজু আহমেদ, বিএনপি নেতা খাইরুল বাশার , শরীফ মালিতা, সাবেক কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী থানা ছাত্রদল কুমারখালী থানা যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি জানান, কুমারখালী আমার জন্মস্থান। এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে কুমারখালী পৌরসভার কাজীপাড়ায় ইতিমধ্যে হসপিটাল করার প্রস্তুতি নিয়েছেন। হসপিটালে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ায় হবে তাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি এলাকার মানুষের জন্য ভালো কিছু করার মানুষিকতা নিয়ে বিএনপি থেকে কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন পেতে আগ্রহী বলেও জানান তিনি। দেশে সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরু হলে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেন।