• Uncategorized

    এমপি রুহুল ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সহ-সভাপতি হওয়ায় কাজী মিজানের উদ্যোগে আনন্দ মিছিল

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৭:১৫:১৫ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ :

    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল বের করা হয়েছে।

    শুক্রবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী মিজানুর রহমানের  উদ্যোগে মিছিলটি বের হয়। মুদাফর বাজার থেকে মিছিলটি বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মোহনপুর পর্যটন লিঃ এ গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নরুল আমিন রুহুল একজন পরিছন্ন রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে মতলবের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    নুরুল আমিন রুহুল এমপি সুস্থ থাকলে মতলবে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। নুরুল আমিন রুহুলকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এমপি নুরুল আমিন রুহুল ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    এসময় মিছিলে অংশগ্রহন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, নারায়ণগঞ্জ মহানগর তাতীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফজলুল কাদের জীবন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন, কাজী ফজলুল হক, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রধান, যুবলীগ নেতা ইসমাইল হোসেন মারুফ, উজ্জ্বল মৃধা প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ