আরিয়ান রাকিব:
গ্রামের কিশোরী নায়িকা হওয়ার স্বপ্ন তার। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। তার পুরা ঘরে , জায়েদ খান, এর ছবি সাঁটিয়ে রেখেছে সে।
পূজা একদিন জানতে পারে, ওই এলাকায় নায়ক জায়েদ খান ও নায়িকা নিঝুম রুবিনা শুটিং করতে আসছেন। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য শুটিং স্পটে ছুটে যায় গ্রামের সেই কিশোরী পূজা কিন্তু নিরাপত্তাকর্মীদের কারণে কাছে যেতে পারে না—এটি লিপিস্টিক ছবির গল্প।
জায়েদ খানের ভক্ত প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘এটি তো সিনেমার গল্প। তবে বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনেও এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখা পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাঁদের। এই ছবিতে পূজা এমন।’
তিনি আরও বলেন, গল্পে একদিন এভাবেই গ্রামের সহজ সরল মেয়ে শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। এই গল্পে জায়েদ খান, নিঝুম রুবিনা, আদর আজাদ, পূজা ও মিশা সওদাগর ও আরো অনেক কে দেখা যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2023 alokito71sangbad. All rights reserved.