• Uncategorized

    একমুঠো ভাতের অভাবে-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:২৩:৪০ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্সঃ

    একমুঠো ভাতের অভাবে-লেখকঃ শিহাব আহম্মেদ

    মিছামিছি প্রেম খুঁজি শরীরে ভাঁজে ভাঁজে
    অথচ ক্ষুধার রাজ্যে প্রেম মানে দু-মুঠো ভাত!
    কষ্টের তীব্রতায় বুক ফাটে কিন্তু  মুখ ফাটেনা,
    একমুঠো ভাতের অভাবে কত রাত যায় কেটে।

    আমাদের যতসব মিছে কান্না মানুষের তরে
    আসলে সবাই আমরা স্বার্থের ধান্দায় ব্যস্ত!
    কিন্তু আমাদের মতো মিছে নয় চোখের পানি,
    একমুঠো ভাতের অভাবে সত্যি কী হাহাকার!

    শহর নগর বন্দরে সবারই চাই একমুঠো ভাত
    আর এই ভাতের জন্যই চারিদিকে নৃশংসতা !
    ক্ষুধার তীব্রতা গাঁয়ে মেখে কত প্রতিযোগিতা,
    আজকের এই পৃথিবী কেবল ক্ষুধায় ভরপুর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ