প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৭:৫৪:২২ প্রিন্ট সংস্করণ
তামান্না আক্তার মুক্তি। স্বপ্ন বড় হয়ে একজন সঙ্গীতশিল্পী হবেন। সে ইচ্ছা নিয়ে সঙ্গীতাঙ্গনে পা-ও রেখেছেন। এর মধ্যে কয়েকটি গানও প্রকাশ করেছেন উদীয়মান এই গায়িকা। তবে আরো ভালো ভালো কাজ করতে চান তিনি। ইতিমধ্যে প্রকাশ হয়েছে তার গাওয়া ‘ভাঙা মন লাগাবে জোড়া, ‘তুমি ভালোবাসার মানে জানো না’। এছাড়াও তার লেখা ও সুর করা ‘জানি না কেন হয় এমন’, গানটি ভালো প্রসংশা কুড়িয়েছে।
সামনে আরো ভালো কিছু কাছ করবেন। এ জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এমনটাই জানালেন মুক্তি। বললেন, আমার স্বপ্ন একজন ভালো সঙ্গীতশিল্পী হওয়ার। সে ইচ্ছে নিয়েই কাজ করে চলেছি। এরমধ্যে যে গানগুলো প্রকাশ হয়েছে। এই গানগুলোও ভালো প্রসংশা পেয়েছি। সামনে আরো নতুন কিছু কাজ নিয়ে আসছি। আশা করছি; শ্রোতারা সামনে আরো ভালো ভালো গান পাবেন।