প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ১:০১:২৫ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ আকলিমা বেগম(৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
আজ মঙ্গলবার ১৫ ই সেপ্টেম্বর সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহী থেকে একটি দুড়পাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর নির্দেশে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী প্রধান ও উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহাসড়কের সাতটিকরি তালতলা নামক স্থানে গতিরোধ করে কোচটি তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী প্রধান গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ি রাজশাহীর চারঘাট শিপাইপাড়া ইউসুফপুর গ্রামে আব্দুল লথিপের স্ত্রী।আটক কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।