• Uncategorized

  উল্লাপাড়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু  

    প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৯:৫৭:১১ প্রিন্ট সংস্করণ

  মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

  বৃহস্পতিবার দুপুর ১টায় সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার  পাটধারী পূর্ব দক্ষিণ পাড়া গ্রামে নয়ন(২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ঐ গ্রামের শাজাহান মন্ডল এর ছেলে ।

  বাড়ির প্রতিবেশি আব্দুল মালেক  জানান,  পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার সময় একাকী রাস্তার উপর বৃষ্টির পানি জমে থাকায় বাড়ির পাশে হঠাৎ পা ফসকে   পানিতে  পড়ে ডুবে যায়।

  প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর শিশুটির দাদী রাস্তার উপর ভাসতে দেখে  কান্নাকাটি শুরু করে।  পরে শিশুটির লাশ উদ্ধার করে প্রাথমিক  চিকিৎসা দেওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যায়।

  ৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও গ্রাম‍্য ডাক্তার নূরুল হুদা  শিশুটিকে মৃত নিশ্চিত করেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ