প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৮:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদীতে ১৫০পিস ইয়াবা সহ দুই জন আটক
ঈশ্বরদী পাকশি গোল চত্তরস্হ উত্তর পাশে পাকা রাস্তার উপর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছেন। এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক সানোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এলাকাবাসী ও মাদকদ্রব্য অফিস সুত্রে জানাগেছে,( আজ ২৮শে ফ্রেব্রুয়ারি) বেলা ১০.১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় রানা ঘরামী (১৯) পিতা মান্নান ঘরামী গ্রাম দিঘা বাগান পাড়া ,থানা ঈশ্বরদী জেলা পাবনা কে ১টি পলিথিন মোড়ানো জিপার মধ্যে মুড়ানো অবস্থা ইয়াবা সহ আটক করে।
আটককৃত ইয়াবার এর মূল্য ১৫০০০ হাজার টাকা ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্তণ রানা ঘরামী তথ্য রুবেল পারভেজকে 100 পিস ইয়াবাসহ কারে গ্রেফতার করতে সক্ষম হন