• Uncategorized

  ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় আহত দু’চালক পলাতক

    প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৩:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

  কে, এম, শোয়াইব-ঈশ্বরদীঃ

  ঈশ্বরদীর পাকশী বাইপাস রোডের নতুন হাট গোল চত্বরে নাভানা গ্যাস কোম্পানীর লড়ির (ঢাকা মেট্রো-ঢ-৬২০০৯৮) সাথে চালবাহী ট্রাকের(কুষ্টিয়া-ট-১১-২২৭২) মুখোমুখি সংঘর্ষে দু’চালক আহত হয়েছে। সংঘর্ষের পর আহত দু’চালকই পালিয়ে গেছে।

  পুলিশ জানায়,আশুলিয়া থেকে ঈশ্বরদী হয়ে নাভানা গ্যাস কোম্পানীর লড়িটি খুলনা যাওয়ার পথে কুষ্টিয়া-ঢাকাগামী চাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ