• Uncategorized

    আসন্ন ইউপি নির্বাচনে সুজানগর হাটখালীতে ফিরোজ আহম্মেদ খানের প্রচারনা-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৫:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ

    শেখ রুবেল আহমেদ-সুজানগর রিপোর্টার:

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা’র সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে গতকাল শুক্রবার দিনব্যাপী প্রস্তুতিমূলক প্রচারনা ও পথসভা করছেন ফিরোজ আহম্মেদ খান। তিনি ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের মো. আমির উদ্দিন খাঁনের ছেলে।

    ফিরোজ আহম্মেদ খান হাটখালী ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইউনিয়নের সকলের সহযোগিতা নিয়ে সুগানগর উপজেরার মধ্যে হাটখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে রুপান্তরিত করবো।

    এ সময় উপস্থিত ছিলেন টিপু মাষ্টার, জিলাল খাঁ, টিটু মাষ্টার, হাফিজুর রহমান খান হ্যাপি, আব্দুল আওয়াল মোল্লা, নরেন্দ্র নাথ চক্রবর্তী, আব্দুল খালেক মৃধা, শাহজাহান শেখ, সিদ্দিক সরদার, বিদ্যুত শেখ, রেজাউল মেম্বর প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ