• Uncategorized

  আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

    প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ১২:০৪:১৬ প্রিন্ট সংস্করণ

  মোঃ নাসির উদ্দিন আশুলিয়া প্রতিনিধি               সাভারের জিরাবো এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষে শিহাব দেওয়ান (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

  সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে জিরাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও অপর বাসটির সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

  নিহত শিহাব দেওয়ান সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জিরাবো পশ্চিম পাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে।

  পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়,মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল শিহাব নামে ওই কলেজ শিক্ষার্থী। সে সময় জিরাবো ডাক্তার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

  আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক এব্যাপারে জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এছাড়া ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত অপর বাসটিরও সন্ধান মেলেনি। এঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ