• Uncategorized

  আল্লামা ইয়াহইয়া রহ. ইন্তেকালে ব্যারিস্টার এ এম মাসুম এর গভীর শোক প্রকাশ

    প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৫:৪২:২৩ প্রিন্ট সংস্করণ

  আঃ কাদের কারিমী বরিশাল জেলা প্রতিনিধি 

  উম্মুল মাদারিস”দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক,আল্লামা ইয়াহইয়া রহ. ইন্তেকাল করেছেন। হযরত শাহ আহমদ শফী রহ এর মৃত্যুর পর মাদ্রাসার মোহতামিম হিসাবে দায়িত্ব নিয়েছিল কিন্তু তিনি বেশি দায়িত্ব পালন করতে সক্ষম হননি, মহান রবের ডাকে সারা দিয়ে পারি জমাতে হয়েছে পরপারে।

  এর পর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব পান আল্লামা ইয়াহইয়া সাহেব,তিনিও মাহবুবের ডাকে সারা দিয়ে চলে গেছেন।তার মৃত্যুতে আজ ৩/৬/২৩ শনিবার গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন,

  কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল কাদের ফারুক সাহেবের স্নেহের ভাই ব্যারিস্টার এ এম মাসুম সাহেব

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ