প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ
আমি স্বর্গে তারে যেতে দেব না
লেখকঃশিহাব আহম্মেদ
আমি স্বর্গে তারে যেতে দেব না
কবিতা যদি হয় স্বর্গবাসী-
তার বুকে পা রেখে যেতে চাই নরকে
বলে দিয়েছি সেই কবে বিধাতাকে।
আমি হব নরকবাসী।
একবার নয় দুই বার নয়
বার বার সে করে গেছে ছলনা,
একদিন নয় দুই দিন নয়
সাড়ে বাইশশত দিনের এ যন্ত্রণা।
প্রতিশোধ নয়
না পাওয়ার বেদনা ও নয়
মানব প্রেমে এ কেমন অভিনয়?
বিধাতার আদালতে আমি দাবিদার
নরকে যেন সে আমার সঙ্গী হয়।।