• Uncategorized

    “আমি লজ্জিত”-লেখকঃ শিহাব অাহম্মেদ 

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ আমি লজ্জিত

    লেখকঃ শিহাব অাহম্মেদ

    আমি লজ্জিত দেখে বাংলার

    বীভৎস এক রূপ ,

    যেখানে হয় বোন ধর্ষন

    আর লাশের মৃত্যু কূপ.

    আমি লজ্জিত যখন দেখি

    বাবার হাতে মেয়ে ধর্ষন ,

    বিশ্ব বিদ্যালয়ে অকারণে চলে

    ভাইয়ের বুকে গোলা বর্ষণ .

    আমি লজ্জিত যখন দেখি

    অকারণে হয় গুম ,

    মেয়ের চিন্তায় বাবা মার চোখে

    থাকেনা রাতে ঘুম .

    আমি লজ্জিত যখন দেখি

    অকারণে বিশ্বজিৎ কে মারে

    ছোট্ট বোন ফেলানির লাস

    ঝোলে কাটা তারে .

    আমি লজ্জিত যখন দেখি

    সংখ্যালঘু হয় হত্যা ,

    তার পিছনে হাত রয়েছে

    রাজনীতির বড় কর্তার .

    আমি লজ্জিত যখন দেখি

    মেম্বার করে চুরি ,

    চেয়ারম্যানের খাটের নিচে

    তেল ভুরি ভুরি .

    আমি লজ্জিত যখন দেখি

    নেতারা ইয়াবার ডিলার ,

    ক্ষমতায় একবার আসলে তারা

    কামায়  কোটি ডলার .

    আমি লজ্জিত যখন দেখি

    পুলিশের চাঁদা বাজি,

    চোর ডাকাত ছাড়তে হলে

    টাকা দিলেই রাজি .

    আসা করি খুব তাড়াতাড়ি

    এই সবের হবে শেষ ,

    তখন হবে বঙ্গবন্ধুর

    সোনার বাংলাদেশ .

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ