• Uncategorized

    আমিরউদ্দিন মুন্সি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ১:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    আমিরউদ্দিন মুন্সি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরউদ্দিন মুন্সি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট- ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন – সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

    এতে বিশেষ অতিথি ছিলেন – সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মফিজুর রহমান ভূঞা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী, ইউপি সদস্য আবদুল বারেক আরুমিয়া,

    আরো উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন নয়ন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন রানা, আওয়ামিলীগ নেতা নজরুল ইসলাম মিজান, ইব্রাহিম খলিল, আমিরাবাদ ফোরাম সভাপতি রেজাউল করিম মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন – ছাত্রলীগ নেতা এম এইচ বাবু। খেলায় ২৪টি দল অংশগ্রহণ করছেন, উদ্বোধনী খেলায় চরলামছি একাদশ বনাম বালিগাঁও একাদশ। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে একটি ১০০ সিসি মোটরসাইকেল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ