প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৪:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন ও মানবাধিকা সুরক্ষা ফাউন্ডেশন” (আমাসুফ) এর শেরপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।গতকাল সোমবার (২৫ জানুয়ারি) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. উজ্জল হোসেন মুরাদ ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দিন জুয়েলের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরিফুল ইসলাম অপুকে সভাপতি ও উত্তম কুমার সূত্রধরকে সাধারণ সম্পাদক, মোঃ আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক ও শারমিন আক্তার সম্পাকে মহিলা বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়।স্বাক্ষরিত ওই প্যাডে ১ বছর মেয়াদী ওই কমিটির আরও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।