প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:২৭:৩০ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- আমার আপন কেহ নেই
লেখকঃ শিহাব আহম্মেদ
তুমি নেই তাই কাব্য মিছিলে থেকেও,
আমি একা এবং ভীষণ একা……..
ভিতরটা কেমন হাহাকার করে……
আমার পৃথিবীটা ধূধূ মরুভূমি।
তুমি ভুলে গেছো বলে, সময় পাল্টে যায়নি
রোদ বৃষ্টি ঝড় সবই নিয়ম করে আসে
যদিও তুমি বলবে,
জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে……
প্রকৃতির ভারসাম্য অনেকটাই খাপছাড়া….
শীতের সময়ে বেশি শীত গরমের তীব্রতা অসহ্য
বৃষ্টি কমে গেছে তুমি বোঝ না?
আমি যে তোমার সৌন্দর্যে বিভোর ছিলাম,
আমি তোমাকে ভালবাসতাম, এখনো বাসি
যদিও তুমি চলে গেছো আমাকে ছেড়ে….
আমি অনেক খুঁজেছি আমার ভুলগুলোকে,
পাইনি খুঁজে, তুমিও বলনি।
আমার ভালোবাসায় মোহ ছিল না
তুমি যে প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিলে,
আমার অনুভবে তুমি এখনও অনন্যা।
তুমি হয়তো বলবে,
আমি ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম!
আমার অনুভূতিকে তুমি গুরুত্ব দাওনি…
আমার হৃদয়ের আকুতি তুমি শুনোনি…
তুমি ছুটেছ অন্ধের মত সুখের সন্ধানে…
যেখানে আমি ছিলাম না, আমার কোন দায় ছিল না
তুমি হৃদয়ের অনুভূতিকে দাম দিয়ে কিনতে চেয়েছো
হৃদয়ের অনুভব দাম দিয়ে কেনা যায় না?
তুমি তা বোঝনি –
আমার কষ্টগুলো আমি মেনে নিয়ে
আমি তোমাকে ছেড়ে চলে এসেছি
হয়তো আমি ভালো নেই, তুমি সুখে থেকো।