প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ আমাদের লেখা
লেখকঃ শিহাব আহম্মেদ
বাহ্, চমৎকার আকুতি,
হৃদয়ের মাঝে হৃদয় প্রীতি,
এক হয়ে বাঁচতে, একক সম্মতি
যাহা চাওয়া হলো হৃদয়ে
হলো না পাওয়া আর,
এ জীবন কি বৃথাই যাবে
স্বপ্নের হবে এবার হার,
কথা কি রবে না মিথ্যুক হবো
আমি প্রতারক হবো তার!
খুঁজে ফিরি মনে তারে
বারেবার দেখা হয় কল্পনায়,
শয়নে স্বপনে গভীর রাগীনি
তারই পেতে মন ধায়,
আমি ফিরায়ে চোখ তার দিকে
ঘুরালে পড়ি লজ্জায়।
কতো কথা গোপনে হয়নি আলাপনে
তাই তে গোপন থাকে,
সে জানে না আমি ঠিক জানি
এ চলা নয় তার বাঁকে,
আমার এ প্রেম তারই হয়ে আছে
আমি কথা দিয়েছি যাকে।
কবিতা পাতার প্রতি
আমাদের শুধুই কৃতজ্ঞতা,
মনের কথা প্রকাশ করে
কবিতা হলো প্রকাশনী পাতা,
কবিতা জন্যে স্বার্থক হলো
আমাদের লেখার খাতা।