প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:৪৮:১২ প্রিন্ট সংস্করণ
শাহ পারভেজ-ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আমাদের নিজের দোষ গুলো বর্তমান সরকার যেই দলের থাকে না কেনো আমরা ওদের উপরে চাপিয়ে দেয় আমাদের এটা কি ঠিক ???
আমরা আগে চেইন্জ হবো নাকি সিস্টেম আগে চেইন্জ হবে? সে বিতর্কে না গিয়ে আসুন একটা মর্ডান ইনোভেশনের সাথে পরিচিত হই।
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের এই ড্রেইনেজ সিস্টেমটি বেশ কার্যকরী হয়েছে। আশা করি বাংলাদেশও চাইলে এইটা প্লান করে দেখতে পারে।
স্বল্প খরচে এই ড্রেইনেজ সিস্টেমে, প্লাস্টিকের তৈরী আবর্জনা আটকাতে “ড্রেইনেজ নেট” ব্যবহার করা হয়। নেটগুলো পানি ফিল্টারিং এর কাজ করবে আর আবর্জনা গুলো আটকে যাবে।
রাস্তায় এবং বক্স কালভার্ট বা ড্রেইনের মুখে এই নেটগুলো বেঁধে দিয়ে, নেটগুলো থেকে নিয়মিত আবর্জনা পরিস্কার করলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে পারে।
কিন্তু নেটের দাম যদি প্রতি পিস ৫০ লাখ টাকা দেখানো হয় তাহলে তো সর্বনাশ।
তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি সরকার ও জেলা প্রশাসক প্রতিটা জেলায় দায়িত্বশীল হয়। তাহলে দেশে উন্নয়নশীল দেশের রুপান্তর হবে।
আর বন্যার নিয়ত ট্রল করবে না । কোন দেশ বলবা না যে ঢাকা-সিঙ্গাপুর হয়ে গেছে।
আমাদের মৌলভিবাজার জেলা প্রশাসক ও বাংলাদেশের প্রতিটা জেলায় ও বিভাগের এই সিস্টেমটা চালু করলে আমাদের দেশটা উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ হবে।