প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৮:১৯:০০ প্রিন্ট সংস্করণ
নিউজ রুম:
“মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ” এই স্লোগান কে সামনে রেখেই অামাদের পথচলা একটি অরাজনৈতিক সংগঠন MSF
আপনাকে হয়তো প্রতিদিন খাবারের জন্য ভাবতে হচ্ছে না। কিন্তু ছিন্নমূল মানুষগুলোর কথা একটু ভাবুন তো! প্রতি বেলার খাবার নিয়ে তারা অনিশ্চয়তায় থাকে। খাবারের জন্য হাত পাততে হয় নয়তো দ্বারে দ্বারে ঘুরতে হয় আর কিছু না জুটলে ক্ষুধা নিয়েই অপেক্ষা করতে হয়।
তাই তাদের দায়িত্ব হিসেবে আমরা অসহায় মানুষগুলোর পাশেই আছি ঘরোয়া খাবার নিয়ে। অন্তত একবেলা পেটপুরে খাক সেই মানুষগুলো। আসুন আমরা সকলে মিলে বঞ্চিত এই মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করি।
মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) সকল সদস্যরা সাধ্যমতো চেষ্টা করে ক্ষুধার্ত মানুষদের ক্ষুধা নিবারণের জন্য। আর এসব কার্যক্রম চলে আপনাদেরই আর্থিক অনুদানে। চাইলে সেবা’র এই কার্যক্রমে আপনিও বাড়াতে পারেন সহযোগিতার হাত।
মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF)
আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের (বিয়ে,জন্মদিন, মৃত্যুবার্ষিকী ইত্যাদি) অতিরিক্ত ভালো খাবার গুলো যত্ন সহকারে সংগ্রহ করে অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণ করে। সবার প্রতি MSF এর অনুরোধ,খাবার নষ্ট না করে আমাদের জানান, আমরা আপনার খাবার পৌঁছে দিবো সে সকল ছিন্নমূল মানুষের হাতে হয়তো প্রতিদিন খাবারের জন্য ভাবতে হচ্ছে হাজার পথচারী দের কে।
যোগাযোগ: শিহাব অাহম্মেদ
মোবাঃ 01723-305390
হটলাইনঃ 01906-030302
রাজশাহী বিভাগীয় প্রধান:
মোঃ শহিদুল ইসলাম
মোবাঃ 01713-776084
রংপুর বিভাগীয় প্রধান:
বিদ্যুৎ চন্দ্র বর্মন
মোবাঃ 01778-414173
অসহায় মানুষদের আর্থিক সহায়তা দিতে চাইলেঃ
ডার্চ বাংলা-
01723-305390-1
অাহ্বানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (MSF)