প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫২:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ ইমন ইসলাম অভি-রাজবাড়ী জেলা রিপোর্টারঃ
আজ বালিয়াকান্দি উপজেলায় রায়পুরে অবস্থিত বন্যা ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম আবু দারদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পচা বাসি ও বিক্রি না হওয়া মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে ফ্যাক্টরির ম্যানেজার জনাব হাসিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন।
২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় মোট ৫,০০০টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য বিনষ্টের নির্দেশ দেয়া হয় ও ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নে দিক নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।