প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৬:০৬:২০ প্রিন্ট সংস্করণ
মারুফ হোসেন-যশোর সদর প্রতিনিধিঃ
আগামীকাল যশোর সদর উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে,,নির্বাচনকে সমনে রেখে বরাবরের মতো প্রতিটা কেন্দ্র কেন্দ্র পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করলেও আগের মতো ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে বেলট পেপার ও বেলট বক্স পাঠানো হয়নি,,বেলট পেপার ও বেলট বক্স ভোটের দিন সকালে প্রতিটা কেন্দ্রে পৌঁছে যবে,,,এই নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই অংশগ্রহণ করলে,,,আওয়ামীলীগ এর মনোনয়ন প্রার্থী নুরজাহান ইসলাম নিরা নৌকা প্রতিক ও বিএনপি মনোনয়ন প্রার্থী নুরন-নবী ধনের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছে,,,