প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১২:৩১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মতলব উত্তরের কৃতি সন্তান কাজী মিজানুর রহমান ৷আওয়ামী প্রচার লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান গতকাল ১৬ ফেব্রুয়ারী ২০২১ইং তারিখে আওয়ামী প্রচারলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি কাজী মিজানুর রহমানের হাতে চিঠি তুলেদেন ৷
বিশিস্ট ব্যবসায়ী ও মাজসেবক কাজী মিজানুর রহমান আওয়ামী প্রচার লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি, মতলব উত্তর থানা আওয়ামীলীগ নেতা,মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃত্ত রয়েছেন ৷ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগের সভাপতিসহ সাধারণ সম্পাদক , আহসান উলালাহ হাসান , চাঁদপুর -২ মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল সহ সকলকে ধন্যবাদ ও সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী মিজানুর রহমান বলেন,আওয়ামী প্রচারলীগের লক্ষ্য ও উদ্দেশ্য হলো,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংহত করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা,প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা, রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি এবং কল্যাণ নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বে তুলে ধরা।
তিনি আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখহাসিনার নির্দেশে দেশ তথা মানুষের কল্যাণে কাজ করে আমাদের সোনার বাংলাদেশ কে আরও অনেক দুর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ ৷
এদিকে মতলব উত্তরের কৃতি সন্তান বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মিজানুর রহমানকে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি করায় মতলব উত্তর থানা আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মিরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখহাসিনা, কেন্দ্রীয় আওয়ামী প্রচারলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,চাঁদপুর ২ মতলব উত্তর ও মতলব দক্ষিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ও কেন্দ্রীয় আওয়ামী প্রচার লীগের সিনিয়র সহ- সভাপতি কাজী মিজানুর রহমানকে ধন্যবাদ জানান ৷