প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৪:০৫:৩১ প্রিন্ট সংস্করণ
মু, হেল্লাল অাহম্মেদ রিপন-পটুয়াখালী:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)এর সাথে আজ সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাথে এটি তাঁঁর প্রথম সভা।
সভায় নেতৃবৃন্দ আইজিপি মহোদয়কে অভিনন্দন জানান। তারা অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পুলিশ প্রধানকে অবহিত করেন।
আইজিপি মহোদয় পুলিশ সার্ভিসের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং পুলিশ অফিসারদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আরও তৎপর এবং সচেষ্ট থাকার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার জনাব মোহাঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তারিখঃ ২৯/০৬/২০২০