প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৬:১১:২৮ প্রিন্ট সংস্করণ
অাপনারা সকলে বিশেষভাবে অবগ্রত অাছেন বর্তমানে অামাদের দেশে শীতের মৌসুম চলছে সবাই শীতের যত্নশীল হয়ে বাহিরে বের হবেন এবং করোনাভাইরাস থেকে সচেতন থাকবেন।
ও অন্যদের কে সতর্কীকরণ করবেন এবং জ্বর, ঠান্ডা,মাথাব্যথা, কাশি, গলাব্যথা হলে দেরি না করে নিকটস্থ ডাক্তারে পর্রামশ নিয়ে মোডিসিন সেবন করুন অামি নিজে ভালো অাছি সকলের কাছে অামার অনুরোধ থাকলো….!!!!
মোঃ শিহাব অাহম্মেদ প্রাং
সম্পাদক ও প্রকাশক
দৈনিক অালোকিত ৭১ সংবাদ
——————————–
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF)