প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:৪৪:৫০ প্রিন্ট সংস্করণ
অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আজ কেরানীগঞ্জে প্রতিবছরের ন্যায় এইবার ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলেন সুপারস্টার ওমর সানি ফ্যান ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা কামাল মেহেদী(ফ্যান ক্লাব এর সম্মানিত উপদেষ্টা)। এসময় উপস্থিত ছিলেন ফ্যান ক্লাব এর সম্মানিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি রাসেল আমির, কোষাধ্যক্ষ এস. কে. সুমন, উপদেষ্টা সচিব কিরন খান,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আল-আমিন কাতার, যুগ্ম-প্রচার সম্পাদক ইয়ামিন সানি,সদস্য সোহেল রানা সহ প্রমুখ।
কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেনঃ
১) হাজী মো. শাকিল
২) রবি খান
৩) বশির আহমেদ
৪) জিয়া চৌধুরী
৫)মিস নদী আক্তার
৬)ফেরদৌসী বাকের
৭) ওমর সানী (রাজু)
৮) ফেন্সি আক্তার
৯) তসলিম মৃধা।
১০)শামীম তালুকদার
১১) আল-আমিন কাতার
১২) নাসরিন আক্তার
১৩) জামিল আহমেদ
১৪)আবুল কালাম
১৫)সপ্নের আকাশ