• Uncategorized

    অসম বেদনা-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৬:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

    কবিতা:-অসম বেদনা
    _____লেখক______
    শিহাব আহম্মেদ

    ব্যথিত হৃদে জমে থাকা অজস্র
    জল অনুজবৃষ্টি হয়ে ঝরে
    বর্ণীল বেদনায় অতৃপ্ত অন্তরীক্ষে।
    প্রতিটি মানুষের হৃদ কর্ণারে,
    হদ ভাঙ্গার ক্ষত থাকে।

    কিছু শূন্যতা কখনো পূরণ হয় না,
    কিছু মানুষ ক্ষনজন্মা হয়,
    কিছু মানুষের রঙিন স্বপ্ন,
    অশ্রু বিন্দুতে নিঃশেষ হয়।
    পুড়ে যায় হৃদ্যতা
    অসম বেদনার স্ফুলিঙ্গে।
    অতপর!
    মোড়াতে হয় কফিনে !

    ছন্দ পতন ব্যথার বেঞ্জনায়,
    নিস্তব্ধ তন্দ্রাতুর স্বপ্নে,
    ব্যথিত হৃদয় নীল হয়!
    রাতের নির্জনতা জানে,
    কতটা দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছি।

    অবগাহন শেষে রেখেছো অদৃশ্য
    গন্ধের কিছু মাধুর্য্যময়ী স্মৃতি  !
    নিথর শিহরিত হয় ব্যাধির ক্ষতে !

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ