• Uncategorized

    অবশেষে র‌্যাব-১৪ এর হাতে আটক তারাকান্দা কন্যা শিশু ধর্ষণের ঘাতক জাহাঙ্গীর

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ১২:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ

    ফুফাতো বোনের কন্যা শিশুকে ধর্ষন করায় র‌্যাব-১৪ এর হাতে মামা আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামপুর চারিয়া গ্রামে গত ৪ অক্টোবর। চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে ঘটনার দিন মামা জাহাঙ্গীর আলম তার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে।

    ঘটনার পরপরই শিশুটি কান্নাকাটি করে তার আপন মা কে এসব জানায়। রাতে শিশুটি ব্যাথায় কান্নাকাটি করতে থাকলে চারিয়া বাজারের এক গ্রাম্য ডাক্তারকে ডেকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে পরদিন জাহাঙ্গীরের পিতা হাসিম উদ্দিনকে বিষয়টি জানালে তিনি বিষয়টি গুরুত্ব দেয়নি।

    পরদিন ৬ অক্টোবর শিশুটির মা তারাকান্দা থানায় ধর্ষন মামলা করেন। যার নং ৩। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী ২০০৩) এর ৯ এর (১) ধারা। ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তারাকান্দা থানার পাশাপাশি র‌্যাব-১৪ তদন্ত শুরু করে।

    এরই ধারাবাহিতায় আজ ভোরে ধর্ষক জাহাঙ্গীরকে টাঙ্গাইল জেলার মধুপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৪। আজ বিকালে ৩ টায় র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃকর্নেল এফেতখার উদ্দিন এক সংবাদ সন্মেলনে বিস্তারিত প্রকাশ করেন।

    র‌্যাব-১৪ এর হাতে আটক হওয়ার পর প্রাথমিক জিঞ্জাসাবাদে জাহাঙ্গীর ধর্ষনের কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরকে তারাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃকর্নেল এফেতখার উদ্দিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ