প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ২:২৮:১৩ প্রিন্ট সংস্করণ
ঋণের দায়ে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজান গ্রামীন ব্যাংক চিরিরবন্দর সাঁইতাড়া শাখার মাঠকর্মী মামুনুর রশিদ(৪০) তিনি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দাঁউদপুর ইউনিয়নের জুম্মাপাড়ার আব্দুল বাতেনের ছেলে। আত্মগোপনে যাওয়ার ১০ দিন পর গত শনিবার (১৩ ই ফেব্রুয়ারী) বিকেলে জয়পুরহাট থেকে তাকে উদ্ধার করে চিরিরবন্দর থানা পুলিশ। গত ৩ ফেব্রুয়ারী ২০২১খ্রিঃ বিকাল সাড়ে ৭ ঘটিকার দিকে চিরিরবন্দর ভূঁষিরবন্দর বাজার থেকে গ্রামীন ব্যাংকের মাঠকর্মী মামুনুর রশিদ নিখোঁজ হন। স্বজনরা ও অফিসের সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে, চিরিরবন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, “‘জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ জানিয়েছেন, “আমাকে তিনজন অজ্ঞাতনামা মুখোশপরা ব্যক্তি উপজেলার ভূঁষিরবন্দর হইতে অপহরণ করে নিয়ে যায় তারপর আমি আর কিছুই বলতে পারিনা”। এরপর তার কথায় সন্দেহ মনে হলে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ঋণের চাপ থেকে রক্ষা পেতে আত্মগোপনে গিয়েছেন তিনি। তার ৪ বছরের মেয়ের হার্টের সমস্যার কারনে উন্নত চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্থ্য ও এনজিওর ঋণ গ্রহিতাদের সঞ্চয়ের টাকা সহ বিভিন্ন খাতের আনুমানিক ১০ লক্ষ টাকা ঋণ হয়ে যায়। ওই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে। গত ৩ ফেব্রুয়ারী আত্মগোপন করেন তিনি।