প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-অধিকার চাই
লেখকঃ শিহাব আহম্মেদ
অলিগলি ঘুরে ঘুরে
কাগজ টোকাই বোতল টোকাই,
এ ডাস্টবিনে ও ডাস্টবিনে
খুঁজে খুঁজে খাবার টোকাই।
তবুও না ভরে বস্তা
মেটে না এই পেটের জ্বালা,
লাথি, চড়, কিল খেয়ে খেয়ে
ভিতর-বাহির হলো কালা।
কুকুর-বিড়াল মোদের সাথী
ওদের সাথে ভাগকরে খাই,
আমরা শিশু ওরা পশু
ওদের মায়ার কোন শেষ নাই।
বনের পাখি দিনের শেষে
ফিরে তাদের আপন বাসায়,
আমাদের নাই কোনো বাসা
কেউ থাকে না ফেরার আশায়।
রোদেপুড়ে জলেভিজে
রাস্তায় রাস্তায় জীবন কাটাই,
কনকনে ঐ শীতের রাতে
কুকুর-বিড়াল দেয় উষ্ণ ঠাই
আমরা যদি জারজ শিশু
এই সমাজটা জারজ দাতা,
কেউ করে ভুল কেউ দেয় মাশুল
কোথায় রাখি এই বিষব্যথা।
সভ্য নামের অসভ্যলোক
নাম দিয়েছে মোদের টোকাই,
আমাদের ও যে নাম আছে
সে নাম ধরে ডাকার কেউ নাই।
ভাগ্য দোষেই আমরা দোষী
তাই তো মা নাই, বাবাও নাই,
রক্তের বাঁধন নাই প্রিয় জন
ভাই নাই, বোন নাই, নাই কেহ নাই।
আমরা যে এই সমাজেরই
তোমাদেরই একটি অংশ,
মোদের ছাড়া সব উন্নয়ন
একে একে হবে ধ্বংস।
খাদ্য, বস্ত্র, বাসস্থান চাই
চিকিৎসা আর সুশিক্ষা চাই,
ভিক্ষা চাই না অধিকার চাই
বাঁচার মতোই বাঁচতে যে চাই।