প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৪:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ
অটোরিক্সার বর্ধিত ভাড়া বাতিল রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি কর্তৃক বাড়ানো ভাড়া (বর্ধিত ভাড়া) বাতিল ঘোষণা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ নগর ভবনে বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র মহোদয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে। উক্ত তারিখের মধ্যে সকলের সাথে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন অনুমোদিত ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সকল অটো রিক্সায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।